ধর্ম অবমাননা বন্ধে ফেসবুকের কাছে সাহায্য চাইল পাকিস্তান

Looks like you've blocked notifications!
ফেসবুকে ধর্ম অবমাননা বন্ধে সংস্থাটির কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান। ছবি : ইপিএ

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা (ব্লাসফেমি) বন্ধে সংস্থাটির কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্ম অবমাননা বিষয়টি খতিয়ে দেখতে পাকিস্তানে একটি দল পাঠাতে সম্মতি জানিয়েছে ফেসবুক।

গত বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার জানান, তিনি তাঁর কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের পত্রিকা ডন-এর এক প্রতিবেদন অনুযায়ী নিসার বলেন, ‘ফেসবুক ও এ ধরনের অন্য সংস্থাগুলোকে অবশ্যই ধর্ম অবমাননার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য আমাদের দেওয়া উচিত।’

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ধর্ম অবমাননাকে কঠোরভাবে দমনের পক্ষে কথা বলেন। টুইটারে একটি পোস্টে ধর্ম অবমাননাকে একটি ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন।

ধর্ম অবমাননার বিষয়টি পাকিস্তানে দিন দিন প্রকট আকার ধারণ করছে। এটি নিয়ে আলোচনা-সমালোচনারও শেষ নেই দেশটিতে। কোনো কোনো ক্ষেত্রে ধর্ম অবমাননার জের ধরে মৃত্যুদণ্ডের আইনও রয়েছে সেখানে। অনেক সময় নাকি সংখ্যালঘুদের দমন করতে ওই আইন ব্যবহার করা হয় বলে দাবি অনেক সমালোচকের।