প্যারিসে হামলাকারীর রক্তে মিলেছে মাদক

Looks like you've blocked notifications!

ফ্রান্সের রাজধানী প্যারিসে অরলি বিমানবন্দরে হামলাকারীর রক্তে মাদক পাওয়া গেছে। রক্ত পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে।

গত শনিবার বিমানবন্দরে হামলায় চালায় জিয়েদ বিন বেলগাচেম (৩৯) নামের এক বন্দুকধারী। পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন।

প্যারিসের কৌঁসুলির কার্যালয় থেকে বলা হয়েছে, টক্সিকোলজি পরীক্ষার পর হামলাকারীর রক্তে কোকেইন ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া তাঁর রক্তে যে মাত্রার অ্যালকোহল ছিল তা গাড়ি চালানোর জন্য অনুমোদিত মাত্রার চেয়ে দ্বিগুণ।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারী কারাগারে মৌলবাদী দীক্ষা নিতে পারেন এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

গত শনিবার অরলি বিমানবন্দরে সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলা চালান বেলগাচেম।

হামলাকারীর বাবা বলেন, ‘আমার ছেলে সন্ত্রাসী নয়। সে কখনো নামাজ পড়ত না। মদ পান করত। তবে অ্যালকোহল ও গাঁজাই তাকে শেষ করে দিল।’