হোসনি মোবারক ছাড়া পেলেন

Looks like you've blocked notifications!

মিসরের সাবেক একনায়ক হোসনি মোবারক (৮৮) কায়রোর সামরিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সেখানেই তিনি দীর্ঘ ছয় বছর বন্দি অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

আজ শুক্রবার মোবারকের আইনজীবী ফরিদ আল-দিব এ তথ্য জানিয়েছেন।

গত ২ মার্চ মিসরের সর্বোচ্চ আদালত মোবারককে বেকসুর খালাস দেন। তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার ষড়যন্ত্রের মামলা চলছিল। ২০১২ সালে সরকারবিরোধী আরব বসন্ত বিক্ষোভের সময় ২৩৯ জন আন্দোলনকারী নিহত হন। এ ঘটনার মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল অধস্তন আদালতে। ২০১৫ সালে দুর্নীতির আরেকটি মামলায়ও তিনি খালাস পান।

বেসরকারি পত্রিকা আল-মাসি আল-ইয়ুম জানায়, আজ সকালে মাদি সামরিক হাসপাতাল ছেড়ে মোবারক কায়রোর হেলিওপোলিস এলাকায় নিজ বাড়িতে ফিরে যান। সেখানে তিনি পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে নাশতা সেরেছেন। তাঁর আইনজীবী বলেন, বিচার চলার সময় যারা তাঁকে সমর্থন করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোবারক।

হোসনি মোবারক প্রায় তিন দশক মিসরের শাসক ছিলেন। আদালতে হাজির করার সময় তাঁকে সব সময় স্ট্রেচারে করে নেওয়া হতো।