আর্জেন্টিনায় ফুটবল সমর্থককে ধাক্কা দিয়ে ফেলে হত্যা

Looks like you've blocked notifications!

আর্জেন্টিনার এক ফুটবল সমর্থক মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। এর দুদিন আগে প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থক ভেবে তাঁকে স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে ফেলে দিয়েছিল এক দুর্বৃত্ত।

নিহত সমর্থকের নাম এমানুয়েল বালবো (২২)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শনিবার করডোবা শহরে ফুটবল ক্লাব বেলগ্রানো ও সফরকারী তালেরেস দলের খেলা চলছিল। এ সময় বালবোর সঙ্গে এক লোকের ঝগড়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই লোকটি চিৎকার করে বলেন, বালবো ছদ্মবেশী তালেরেস সমর্থক। এর পর তাঁকে স্ট্যান্ড থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। প্রায় ১৬ ফুট উঁচ্চতা থেকে তিনি পড়েন কংক্রিটের সিঁড়িতে। মাথায় গুরুতর আঘাত পান।

এরপর বালবোকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সেদিনই বলেন, তাঁর মস্তিষ্কের মৃত্যু (ব্রেইন ডেড) হয়েছে।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, এতে যাঁরা জড়িত, তাঁদের বিচারের মুখোমুখি করা হবে।