পাকিস্তানের সংবাদমাধ্যমের ভিডিও প্রকাশ

খুনের বদলা নিতে ঘুরে বেড়াচ্ছে ওমপুরির ভূত!

Looks like you've blocked notifications!
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে ওমপুরি। ছবি : ইন্ডিয়া টুডে

ভারতের বলিউড অভিনেতা ওমপুরির স্বাভাবিক মৃত্যু হয়নি; বরং তাঁকে হত্যা করা হয়েছে। আর সেই খুনের বদলা নিতে ঘুরে বেড়াচ্ছে তাঁর আত্মা। খুঁজছে তাঁর সাবেক স্ত্রী নন্দিতা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। এক ভিডিও প্রকাশ করে এমন খবর জানিয়েছে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম।

ডেইলি পাক নিউজের ওই খবরে উপস্থাপক আমির লিয়াকত বলেন, মুসলমানদের প্রতি সহানুভূতি দেখানোর কারণেই ওমপুরিকে হত্যা করা হয়। তিনি জানান, পাকিস্তানের টিভি চ্যানেলই প্রথম জানিয়েছিল এই প্রখ্যাত অভিনেতাকে হত্যার খবর। ঘাড়ের পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়।

এরপর একটি বাসার করিডোরে লম্বা কুর্তা পরা একজনের হেঁটে যাওয়ার একটি আবছা ভিডিও প্রদর্শন করে চ্যানেলটি দাবি করে, এটি প্রয়াত অভিনেতা ওমপুরির ভূত। নিজের বাসভবনের সিসি ক্যামেরায় নাকি এই দৃশ্য ধরা পড়েছে। আর এভাবেই নন্দিতা ও অজিত দোভালের খোঁজে ঘুরে বেড়াচ্ছে ওমপুরির আত্মা।

তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিশেষজ্ঞের বরাত দিয়ে জানিয়েছে, ভিডিওটি ভুয়া। কারণ, এডিট করা ওই ভিডিও ২০১৩ সালের। আর ওমপুরি মারা গেছেন ২০১৭-এর শুরুতে। তবে এই ভুয়া ভিডিও নিয়েই আলোচনা-সমালোচনার কমতি নেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।