পাকিস্তানে ইসলাম অবমাননা

হত্যার অভিযানে বোরকা পরা তিন বোন!

Looks like you've blocked notifications!

পাকিস্তানে বোরকা পরা তিন নারী ঘরে ঢুকে হত্যা করেছেন এক শিয়া নেতাকে। তাঁর নাম ফজল আব্বাস। তাঁর বিরুদ্ধে ২০০৪ সালে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ উঠেছিল।

পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, গত বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর শিয়ালকোটে এ ঘটনা ঘটে। হামলকারীরা তিন বোন।

রয়টার্স জানিয়েছে, গত এক সপ্তাহে এ নিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হলো, যাদের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ ছিল।

পুলিশ জানায়, ধর্মীয় অনুষ্ঠানের আমন্ত্রণ দেওয়ার কথা বলে শিয়ালকোটে ফজল আব্বাসের বাড়িতে প্রবেশ করেন ওই তিন নারী। পরে তাঁর বুকে গুলি করেন তাঁরা। 

ফজল আব্বাসের ভাই আজহার হোসেন এবং পুলিশ কর্মকর্তা নাদিম আফজাল জানান, ২০০৪ সালে ইসলাম অবমাননা করেন বলে অভিযুক্ত হন ফজল। ধর্মীয় সংগঠনের সদস্যরা ফজলের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরই তিনি ডেনমার্ক চলে যান।

সম্প্রতি ডেনমার্ক থেকে দেশে ফেরেন ফজল আব্বাস। আদালতে জামিন পেয়ে নিজ বাসায় থাকতেন।

পুলিশ কর্মকর্তা নাদিম আফজাল বলেন, ‘এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে ধর্মীয় সংগঠনের জড়িত থাকার কিছু পাইনি।’ তবে আব্বাসের পরিবারের দাবি, ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেই ওই নারীরা আব্বাসকে হত্যা করেছেন। 

গত ১৩ এপ্রিল মশাল খান নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা করা হয়। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ ছিল। 

পাকিস্তানে ব্লাসফেমি একটি গুরুতর অভিযোগ। ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত এ রকম রকম অভিযোগ ওঠা ৬৬ জন হত্যার শিকার হয়েছেন। 

পাকিস্তানে ব্লাসফেমি আইনে জরিমানা থেকে মৃত্যুদণ্ড দেওয়ার পর্যন্ত বিধান আছে।