ইতালিতে নৌকাডুবি, দুই শতাধিক অভিবাসী নিখোঁজ
ইতালির কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় দুই শতাধিক অভিবাসী নিখোঁজ রয়েছে। নৌকাডুবির চারদিন পর আজ বুধবার জীবিত উদ্ধারের পর কয়েকজন অভিবাসী জাতিসংঘ শরণার্থী সংস্থাকে (ইএনএইচসিআর) এ তথ্য জানিয়েছেন।
ইতালিতে ইউএনএইচসিআরের মুখপাত্র কারলোটা সামি আজ বুধবার এক টুইটার বার্তায় লিখেছেন, সাগরে নৌকাডুবির চারদিন পর নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২০৩ জন ঢেউয়ের তোড়ে ভেসে গেছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়া থেকে অভিবাসী নিয়ে দুটি ইঞ্জিনচালিত নৌকা ইতালির দিকে যাচ্ছিল।