সপ্তাহের ব্যবধানে উত্তর কোরিয়ার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Looks like you've blocked notifications!
‘পুকগুকসং-২’ নামের একটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। ছবি : রয়টার্স

আবারো ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। ‘পুকগুকসং-২’ নামের ওই ক্ষেপণাস্ত্রটি মধ্যপাল্লার বলে দাবি করা হয়েছে দেশটির পক্ষে থেকে।

স্থানীয় সময় রোববার ওই ক্ষেপণাস্ত্রটি ছুড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৬০ কিলোমিটার অতিক্রম করে জাপান সাগরে দিকে যায় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি এখন সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

এ দিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার ছুড়া ক্ষেপণাস্ত্রটি আগেরগুলোর থেকে কম পাল্লার ছিল।

গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর এক সপ্তাহ মধ্যেই নিষেধাজ্ঞা অমান্য করে আবারো পরীক্ষা চালালো দেশটি।  এর পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার গোপন বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।

গত সোমবার হোয়াসং-১২ নামে পরমাণু অস্ত্রবাহী একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ছুড়ার পর পরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকে জাতিসংঘ ও জাপান।

এর আগে গত মাসে দক্ষিণ পিয়ংইয়ংয়ের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। তবে সেটি কোরিয়ার সীমান্ত পার হওয়ার আগেই আকাশে বিস্ফোরিত হয়।

এ ছাড়া জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠকের ঠিক আগমুহূর্তে ওই ক্ষেপণাস্ত্র ছুড়া হয়।

মার্চে জাপান সাগরের দিকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে তিনটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়ে। এর আগে ফেব্রুয়ারিতে পিয়ংগান প্রদেশে অবস্থিত বাঙ্গিয়ন বিমানঘাঁটি থেকে জাপান সাগরের দিকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেটিই ছিল দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছেন তাঁরা।

গত বছর বেশ কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ২০০৬ সাল থেকেই উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।