মিসরে বাসে গুলি করে ২৬ কপটিক খ্রিস্টানকে হত্যা

Looks like you've blocked notifications!

মিসরের মিনইয়া প্রদেশে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ২৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার একটি উপাসনালয়ে যাওয়ার পথে এই হামলা হয়।

মিসরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী কায়রোর ২২০ কিলোমিটার দক্ষিণে এই হামলা চালানো হয়। এর দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

মিসরে মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ খ্রিস্টান। এই খ্রিস্টানদের বেশির ভাগই কপটিক। সম্প্রতি বিভিন্ন সময়ে তাদের ওপর বড়

ধরনের হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠনগুলো।

চলতি বছরের এপ্রিলে মিসরের তান্তা ও আলেকজান্দ্রিয়ায় দুটি গির্জায় বোমা হামলায় বহু মানুষ হতাহত হন। এ ছাড়া ২০১৬ সালের ডিসেম্বরে কায়রোতে সবচেয়ে বড় কপটিক গির্জায় বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। আহত হয় আরো ৪৯ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল।