জঙ্গিদের জানাজা পড়বেন না যুক্তরাজ্যের ইমামরা

Looks like you've blocked notifications!
‘এক লন্ডন, এক সম্প্রদায়’ ব্যানারে আয়োজিত সমাবেশে মুসলিম ধর্মীয় নেতারা (ইমাম) জঙ্গিদের জানাজা পড়বেন না বলে সাফ জানিয়ে দেন। ছবি : এপি

যুক্তরাজ্যের ১৩০ জনের বেশি ইমাম ও মুসলিম নেতা শনিবারের লন্ডন হামলায় জড়িত জঙ্গিদের জানাজা পড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

দেশের বিভিন্ন জায়গা থেকে সমবেত হওয়া মুসলিম নেতারা এই হামলার ঘটনায় আহত ও ভোগান্তির শিকার মানুষদের জন্য দুঃখ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘আমরা হামলাকারীদের জানাজা আদায় করব না। আমরা ধর্মীয় ইমাম ও কর্তৃপক্ষকে তাদের এই সুযোগ না দেওয়ার জন্য অনুরোধ করছি। এটা (জঙ্গিবাদ) সম্পূর্ণ ইসলামের মহান শিক্ষার পরিপন্থী বিষয়।’

মুসলিম নেতারা আরো জানান, মুসলিম সম্প্রদায় থেকে উগ্রবাদ উচ্ছেদের ক্ষেত্রে আরো জোর দেবেন তাঁরা।

‘এক লন্ডন, এক সম্প্রদায়’ ব্যানারে আয়োজিত সমাবেশে মুসলিম সম্প্রদায়ের নেতারা এসব কথা বলেন।

সমাবেশে লন্ডন মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাক চিশতী বলেন, ‘এটা (জানাজা না পড়ানো) পরিবর্তনের একটি পদক্ষেপ। ভিন্ন ভিন্ন নির্দেশনা ও পদক্ষেপ আমাদের সম্প্রদায়ে গেড়ে বসা সন্ত্রাসবাদ, উগ্রপন্থা এবং আমরা যে ঘৃণার মধ্যে আছি তা দূর করতে সহায়তা করবে।’

চিশতী আরো বলেন, ‘দেশের প্রতি অনুগত থাকা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। আমাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে কেন উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। কেন আমরা ঘৃণা কুড়াচ্ছি তা ভেবে দেখতে হবে।’

‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’-এর (এমসিবি) মহাসচিব হারুন খান বলেন, “আমরাও প্রধানমন্ত্রীর সঙ্গে একমত (টেরিজা মের ‘এনাফ ইজ এনাফ’ বক্তব্যকে উদ্দেশ্য করে)। এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত। আমাদের কিছু একটা করতেই হবে। আমরা সবার সঙ্গে মিলে এই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।”