উত্তর কোরিয়ায় কারামুক্ত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ছাত্র

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ছাত্র অটো ওয়ার্মবিয়ার। ছবি : রয়টার্স

কারাবন্দি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ছাত্র অটো ওয়ার্মবিয়ারকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়ার্মবিয়ারকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

উত্তর কোরিয়ার একটি হোটেলে লেখা স্লোগান চুরির চেষ্টার অভিযোগে ২২ বছর বয়সী ওয়ার্মবিয়ারকে ২০১৬ সালের মার্চে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয় উত্তর কোরিয়া।

এ বিষয়ে টিলারসন বলেন, যুক্তরাষ্ট্রের ওহাইয়োর সিনসিনাতিতে পরিবারের কাছে ফিরে আসছেন ওয়ার্মবিয়ার।

যুক্তরাষ্ট্রের ওই ছাত্রের বাবা ফ্রেডের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, কোমায় থাকাকালে তাঁকে (ওয়ার্মবিয়ার) চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ওয়ার্মবিয়ারের মা-বাবা তাদের জানিয়েছেন, ১৫ মাস আগে সাজা পাওয়ার পর থেকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয় তাঁদের ছেলে। এরপর থেকেই সে কোমায় ছিল।

‘আমাদের সন্তান বাড়ি ফিরছে’, ওয়াশিংটন পোস্টকে বলেন ফ্রেড ওয়ার্মবিয়ার।

‘এই মুহূর্তে মনে হচ্ছে, সে কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল। আজ রাতে আমরা তাঁকে দেখতে পাব’, যোগ করেন ফ্রেড।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অটো ওয়ার্মবিয়ার চীনভিত্তিক পর্যটন প্রতিষ্ঠান ইয়ং পাইওনিয়ার ট্যুরসের হয়ে উত্তর কোরিয়ায় ভ্রমণে যান। ২০১৬ সালের ২ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে টেলিভিশনে প্রচারিত স্বীকারোক্তিতে তিনি বলেন, ইয়াংগাকদু ইন্টারন্যাশনাল হোটেলের স্টাফ এরিয়া থেকে একটি রাজনৈতিক স্লোগান চুরির চেষ্টা করেছিলেন তিনি।

১৬ মার্চ সংক্ষিপ্ত বিচারের পর রাষ্ট্রবিরোধী অপরাধের দায়ে ওয়ার্মবিয়ারকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।