নারী সাংবাদিককে কেন কাছে ডাকলেন ট্রাম্প?
চলতি মাসের শুরুর দিকে ফাইন গাইল পার্টির প্রধান নির্বাচিত হওয়া আয়ারল্যান্ডের হবু প্রধানমন্ত্রী স্বঘোষিত সমকামী লিও ভারাদকারকে মঙ্গলবার টেলিফোনে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরা্ষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে কথোপকথন পর্বের শুরুটা দেখার সুযোগ দেওয়া হয় কিছু সাংবাদিককে। এর পরই ঘটে ‘উদ্ভট’ ঘটনাটি।
ফোনে কথা বলার সময় ভারাদকারের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে অনেক আইরিশ সাংবাদিক আমাদের দেখছে। এখানে সবাই আইরিশ, চমৎকার আইরিশ সাংবাদিক।’
ওই বক্তব্যের পর এক নারী সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করেন ট্রাম্প।
‘আপনি কোথা থেকে এসেছেন?’ জিজ্ঞাসা করে ট্রাম্প ওই নারী সাংবাদিককে বলেন, ‘এদিকে আসেন, এদিকে আসেন।’
ক্যাটরিওনবা পেরি নামের ওই সাংবাদিক আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন আরটিইর ওয়াশিংটন প্রতিনিধি। তিনি কাছে যাওয়ার পরও ভারাদকারের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলেন ট্রাম্প। ভারাদকারকে ওই সাংবাদিকের বিষয়ে ট্রাম্প বলেন, ‘তিনি (নারী সাংবাদিক) চমৎকারভাবে হাসতে পারেন। তাই আমি বাজি ধরতে যে, তিনি আপনাকে ভালোভাবে কাভার করবেন।’
ওই নারী সাংবাদিকের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ক্যাটরিওনা, সংবাদপত্রের জন্য তিনি (ভারাদকার) আপনাকে ধন্যবাদ জানিয়েছেন।’
মজার বিষয় হলো, পুরো দৃশ্যটি নিজের মুঠোফোনে ধারণ করেন পেরি।
ঘটনার শুরুতে হেসেছিলেন পেরি। কিন্তু একটু পরই টুইটারে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে ওই মুহূর্তটাকে ‘উদ্ভট’ হিসেবে আখ্যা দেন তিনি।
পেরির ওই টুইটটি রিটুইট হয়েছে ৭ হাজার। সেখানে অনেকেই ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে।