হাত ফস্কে পালাল মাছ, দেখল লাখো দর্শক

Looks like you've blocked notifications!
চেক প্রজাতন্ত্রে ছবি তোলার সময় হাত ফস্কে পালিয়ে যায় একটি মাছ। ছবি : সংগৃহীত ​

বড়শি দিয়ে বিশাল আকৃতির একটা মাছ ধরেছিলেন চেক প্রজাতন্ত্রের এক ব্যক্তি। সেই মাছ নিয়ে তাঁর উচ্ছ্বাসের শেষ ছিল না। মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে মাছের পিঠে হাত রেখে ছবি তুলতে গিয়েছিলেন। আর এতেই বাধে বিপত্তি। কার্পজাতীয় মাছটি শিকারির হাত ফস্কে দ্রুতবেগে চলে যায় পানিতে। এরপর কয়েকবার মাছটিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। 

পুরো ঘটনাটি একটি ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়। পরে ভিডিওটি ইন্টারনেটে শেয়ার করার পর তা নিয়ে হইচই পড়ে যায়। শুধু ইউটিউবেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে তিন লাখ বার। 
  
ইউটিউবের ওই ভিডিওতে সবাই মজার মজার মন্তব্য করেছেন। কেউ কেউ পালিয়ে যাওয়া মাছটিকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আবার মজা করে বলেন, ভিডিওটি নকল। কেউ আবার বলেছেন, মাছটি অভিনেতা। অভিনয়ের জন্য এটিকে অর্থ দেওয়া হয়েছে।