মুসলিমদের মধ্যে খুনোখুনি দেখতে চাই না : এরদোয়ান

Looks like you've blocked notifications!
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : বিবিসি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মুসলিমরা মুসলিমদের হত্যা করছে এমন দৃশ্য  দেখতে চায় না তাঁর দেশ।

বিবিসির সাক্ষাৎকারভিত্তিক ‘হার্ডটক’ অনুষ্ঠানে কাতার সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে  এরদোয়ান এই মন্তব্য করেন।

কাতার সংকট নিয়ে উপস্থাপক জয়নব বাদাবির করা প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, ‘দেখুন আপনি আমাকে এখন যে প্রশ্ন করছেন, সে প্রশ্নটা যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যকে কেন করছেন না? তাদের এ প্রশ্নগুলো করা উচিত। আমরা এ সংকটের অংশীদার নই। তার পরও আমরা চাই সংলাপের মধ্য দিয়ে উপসাগরীয় দেশগুলোতে শান্তি ফিরে আসুক।’

‘তাই আমরা দ্রুত সমাধানের একটা পথ খুঁজছি। ওই অঞ্চলে মুসলিমরা মুসলিমদের হত্যা করবে, তা কখনোই সমর্থন দেবে না তুরস্ক। মুসলিম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমরা কখনো এটা দেখতে চাই না। এ ঘটনায় আমরা হতাশ।’ 

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ইয়েমেন, ফিলিস্তিন কিংবা লিবিয়ায় যা ঘটছে, আমরা মোটেও তা দেখতে চাই না। সিরিয়া, ইরাকে কী ঘটছে তা পরিষ্কার। তাই তুরস্ক এসব বিষয়ে দৃষ্টিপাত করছে। কারণ আমরা এসব দেখতে চাই না। ঠিক এসব কারণেই তুরস্ক কাতারের সঙ্গে যা ঘটছে, তা মেনে নেবে না।’

এরদোয়ানের সম্পূর্ণ সাক্ষাৎকারটি ১৪ জুলাই বিবিসি ওয়ার্ল্ড নিউজে প্রচার করা হবে। সেই সাক্ষাৎকারটি কবে, কোথায় নেওয়া হয়েছে তা বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।