ফিনল্যান্ডে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ১

Looks like you've blocked notifications!
ফিনল্যান্ডের টুর্কু শহরে হামলাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছে বেশ কয়েকজন। ছবি : বিবিসি

ফিনল্যান্ডের টুর্কু শহরে এক হামলাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুর্কু শহরের পুতোরি মার্কেট স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছে পুলিশ।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। আহত ওই ব্যক্তির শরীর ঢেকে রাখা ছিল।

এদিকে, পায়ে গুলি লাগা অবস্থায় হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কতজন হামলার শিকার হয়েছে তা জানানো হয়নি।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একজন জানায়, টুর্কুর ওই হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে এক নারী ও তার শিশু রয়েছে।

কেন্ট সভেনসন (৪৪) নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক লোককে সাদা ছুরি নিয়ে দৌড়াতে দেখেন। ওই লোক পথে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করতেই দেখেন। তিনি বলেন, ‘খুব বীভৎস। ঘটনাস্থলের পাশে আমরা একটি চত্বরে বসে ছিলাম। এক নারী চিৎকার করছিলেন আর তার সামনে দাঁড়িয়ে থেকে হামলাকারী অন্যদের ছুরিকাঘাত করছিল।’

স্থানীয় সংবাদমাধ্যম ব্রিটিশ দৈনিক দ্য সান জানায়, হামলাকারীর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে।