ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির উচ্চ আদালত।
চাল ভর্তুকিতে দুর্নীতির অভিযোগে সিনাওয়াত্রার বিরুদ্ধে আনা মামলার রায় দেওয়ার কথা ছিল আজ শুক্রবার। কিন্তু সেই রায়ে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী উপস্থিত না হলে আদালত এ রায় দেন। এবং রায় পিছিয়ে ২৭ সেপ্টেম্বর নিয়ে যান আদালত। এই রায় ঘোষণার পর থেকেই আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
তবে আদালতের কাছে সিনাওয়াত্রা অসুস্থ আছেন উল্লেখ করে রায় পেছানোর আবেদন করেছিলেন তাঁর আইনজীবী নরায়েত লার্লিয়েং। আদালতকে তিনি বলেন, সিনাওয়াত্রা মারাত্মক মাথাব্যথায় আক্রান্ত। তাই তিনি আদালতে আসতে পারবেন না।
এই আবেদন খারিজ করে দিয়ে আদালত বলেন, ‘আদালত বিশ্বাস করে না সিনাওয়াত্রা অসুস্থ। কারণ, এখানে অসুস্থতার কোনো মেডিকেল সার্টিফিকেট হাজির করা হয়নি।’
আদালত আরো বলেন, সিনাওয়াত্রার এমন আচরণ এটাই প্রমাণ করে, তিনি দেশ থেকে পালিয়ে যেতে পারেন। ফলে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।’
রয়টার্সকে দেশটির অভিবাসন পুলিশের প্রধান বলেন, ‘আমার বিশ্বাস, সিনাওয়াত্রা এখনো থাইল্যান্ডেই আছেন। তিনি দেশের বাইরে চলে গেছেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই।’
সিনাওয়াত্রার দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তাঁর আইনজীবী নরায়েত লার্লিয়েং কিছু জানেন না বলে জানান।
ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেন। ২০১৫ সালে তিনি চাল ভর্তুকিতে দুর্নীতির অভিযোগে অভিশংসনের শিকার হন।