বিমানে নেয় না, সীমান্তপথে হজে যাচ্ছেন কাতারিরা

Looks like you've blocked notifications!
সীমান্তপথে সৌদি আরবে প্রবেশ করছেন কাতারি হজযাত্রীরা। ছবি : আল-আরাবিয়া

পবিত্র হজ পালনের জন্য সীমান্তপথে সৌদি আরব ঢুকছেন কাতারের হজযাত্রীরা। বৃহস্পতিবার পর্যন্ত কাতারের প্রায় ৭০০ হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন।

আল আরাবিয়া জানিয়েছে, স্যালওয়া সীমান্ত দিয়ে কাতারের হজযাত্রীরা সৌদি আরবে ঢুকছেন। স্যালওয়া সীমান্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল হাসান আল-দোসারি জানান, সীমান্তপথে কাতারের হজযাত্রী প্রবেশের সংখ্যা উল্লেখজনক হারে বাড়ছে।   

আস রাক আল-আওসাত নামে এক সংবাদপত্র জানায়, কাতার কর্তৃপক্ষ সৌদি এয়ারলাইন্সের বিমানগুলোকে তাদের দেশ থেকে হজযাত্রীদের নিতে দিচ্ছে না। এই ঘটনার পর থেকেই ওই সীমান্ত দিয়ে প্রবেশ বাড়ছে কাতারিদের।   

একই সীমান্তের কাস্টমসের দায়িত্বে নিয়োজিত জেনারেল ম্যানেজার ওসমান আল ঘামদি জানান, কাতারি হজযাত্রীদের জন্য বোর্ডিং ব্যবস্থা করা হয়েছে।

কাতারি হজযাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পেরে বেশ আনন্দিত। তাঁরা বলেন, সীমান্তের সব আনুষ্ঠানিকতা শেষ করে কোনো ধরনের বাধা ছাড়াই সৌদি আরবে প্রবেশ করছেন।

গত জুনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র।