সৌদির উচিত সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা : ইরান

Looks like you've blocked notifications!
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি : এপি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সৌদি আরবের উচিত সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা।

স্থানীয় সময় মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন রুহানি।

মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে ইরান ও সৌদি আরবের। দেশ দুটি ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননে বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে।

‘ইয়েমেন সৌদি আরবের হস্তক্ষেপ এবং ইয়েমেন ও সিরিয়ায় সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা তেহরান ও রিয়াদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে প্রধান বাধা। সৌদি আরবের উচিত সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা’, বলেন রুহানি।

২০১৪ সালের সেপ্টেম্বরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়।  এর পর তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এডেনের দিকে ধাবিত হয়।

২০১৫ সালে শিয়া মুসলিম হুতিদের হটাতে ও ইয়েমেনের সরকারকে পুনর্বহালে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে।

বক্তব্যে রুহানি ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তি নিয়ে কথা বলেন। তিনি বলেন, তাঁর দেশ এই চুক্তির প্রতি সম্মান দেখাতে চায়। এ সময় তিনি ইরানের সামরিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণের বিষয়টিকে নাকচ করে দেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বের প্রতি আমাদের অঙ্গীকারের বিষয়টি পরিষ্কার…আইএইএর সঙ্গে আমাদের সম্পর্ক নির্দিষ্ট নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত, যুক্তরাষ্ট্র দ্বারা নয়।’