মিসরে সাড়ে ৩ হাজার বছর আগের সমাধির সন্ধান

Looks like you've blocked notifications!
মিসরের লুক্সরে সাড়ে তিন হাজার বছর আগের একটি সমাধি পাওয়া গেছে। ছবি : রয়টার্স

মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরে সাড়ে তিন হাজার বছর আগের একটি সমাধি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। সেই সমাধিতে মিসরের অষ্টাদশ রাজবংশের এক স্বর্ণকারের মূর্তি পাওয়া গেছে।

আলজাজিরার খবরে বলা হয়, সম্প্রতি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত লুক্সরে একটি সমাধিক্ষেত্রে মূর্তিটি পাওয়া গেছে। ওই মূর্তির পাশাপাশি সমাধিটিতে এক নারী ও তাঁর দুই সন্তানের মমি পাওয়া গেছে।

সমাধিটি মিসরের রাজধানী শহর কায়রো থেকে ৪০০ মাইল দক্ষিণে অবস্থিত। সেখানে তৎকালীন রাজপরিবার ও সংশ্লিষ্টদের সমাধিস্থ করা হতো।

এর আগে গত এপ্রিলে লুক্সরেই বেশ কয়েকটি মমি, ১০টি কাঠের কফিন ও এক হাজারের বেশি মূর্তি উদ্ধার করে দেশটির প্রত্নতাত্ত্বিকরা। বিপুল এই প্রত্নতত্ত্ব উদ্ধারের পর দেশটির পর্যটনশিল্পের বিকাশ নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।

নতুন আবিষ্কারের বিষয়ে মিসরের পুরাকীর্তিমন্ত্রী খালেদ আল-আনানি বলেন, ‘সমাধিটির অবস্থা এই মুহূর্তে ভালো নয়।’

বিবিসিকে মন্ত্রী বলেন, ‘আমরা সমাধির ভেতর ও বাইরে অনেক কিছু পেয়েছি। মমি, কফিন, স্বর্ণালংকার, সমাধিস্থ মুখোশ, সমাধিস্থ চিরুনি ও স্বর্ণমূর্তি পেয়েছি।’

এখনো সমাধিটিতে কাজ চলছে বলেও জানান আল-আনানি।

পুরাকীর্তিমন্ত্রী আরো বলেন, এই অঞ্চলে সামনের মৌসুমে আরো খননকাজ চালানো হবে। তিনি বিশ্বাস করেন, এই ক্ষেত্রটিতে আরো অনেক কিছুর সন্ধান পাওয়া যাবে।