থাইল্যান্ডে নির্বাচনের ক্ষণ ঘোষণা করল জান্তা সরকার

বহু গড়িমসির পর অবশেষে সাধারণ নির্বাচনের ঘোষণা দিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তা সরকার। এই নির্বাচনের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০১৮ সালের নভেম্বরে।
আজ মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নমেন্ট হাউসে ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডার তথা জান্তা সরকারের প্রধান ও প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চে এ ঘোষণা দেন।
প্রায়ুত বলেন, নভেম্বরের কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা আগামী জুন নাগাদ জানানো হবে।
আলজাজিরার খবরে বলা হয়, ২০১৪ সালে থাইল্যান্ডের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দুর্নীতির অভিযোগে অভিশংসনের শিকার হন। এর পরই ক্ষমতা দখল করে জান্তা সরকার। সেই সরকারে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চে। সে সময় ক্ষমতা থেকেই নির্বাচন দিতে চাপ প্রয়োগ করে আসছিল থাইল্যান্ডের অন্যতম বাণিজ্যিক মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সংবিধান পরিবর্তন, নিরাপত্তা ইস্যুসহ নানা অজুহাতে বারবার জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেও পিছিয়ে দিচ্ছিল জান্তা সরকার। দেশটিতে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে।
গত আগস্টে চালে ভর্তুকি দুর্নীতির মামলার রায় এড়াতে ইংলাক সিনাওয়াত্রা পালিয়ে দুবাইয়ে যান। সেখানে ভাই থাকসিন সিনাওয়াত্রার কাছে থাকছেন তিনি।
গত মাসে সেই মামলায় ইংলাককে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন থাইল্যান্ডের আদালত।