বিয়ে ছাড়া অন্তঃসত্ত্বা হওয়ার পরামর্শ দিয়ে উপস্থাপিকা জেলে

Looks like you've blocked notifications!
মিসরের আল-নাহার টিভির উপস্থাপিকা দোয়া সালাহ। ছবি : সংগৃহীত

বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে আলোচনা করায় মিসরের একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে।

দোয়া সালাহ নামের ওই নারী মিসরের আল-নাহার টিভিতে উপস্থাপনা করেন।

বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে দোয়া সালাহ বিয়ের আগে শারীরিক সম্পর্কের বিষয়ে কথা বলেন। এক নারীকে সন্তান নেওয়ার জন্য সাময়িক বিয়ে করার পরামর্শ দেন। এ ছাড়া অর্থের বিনিময়ে বিয়ের বৈধতার কথাও বলেন তিনি।

এর পর সালাহকে সামাজিক শালীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়। এ বিষয়ে বলা হয়, সালাহ মিসরীয়দের জীবন-ব্যবস্থার কাঠামোকে হুমকির মুখে ফেলেছেন। মিসরে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক নিষিদ্ধ হিসেবে দেখা হয়।

এদিকে, শাস্তি ঘোষণার আগেই সালাহকে উপস্থাপিকার পদ থেকে বরখাস্ত করে আল-নাহার টিভি কর্তৃপক্ষ।