বসনিয়ার ‘কসাইয়ের’ যাবজ্জীবন

Looks like you've blocked notifications!

বসনিয়ার সার্ব বাহিনীর সাবেক সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছেন সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের বিচারকরা গতকাল বুধবার যখন এই রায় দেন, তখন ম্লাদিচ আদালতে উপস্থিত ছিলেন না। বিচারকদের সঙ্গে খারাপ ব্যবহার করায় রায় পড়া শুরু হওয়ার আগে ম্লাদিচকে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

ট্রাইব্যুনাল বলেছে, ১৯৯০-এর দশকের গোড়ার দিকে স্রেব্রেনিৎসায় সামরিক সংঘাতের সময় হাজার হাজার বসনিয়ান মুসলিমের গণহত্যা সংঘটিত করতে চেয়েছিলেন রাতকো ম্লাদিচ।

সারায়েভোতে বোমা বর্ষণের ক্ষেত্রেও রাতকো ম্লাদিচ ব্যক্তিগতভাবে সেই বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে চেম্বার প্রমাণ পেয়েছে। 

নিজের উচ্চ রক্তচাপের যুক্তি দিয়ে রাতকো ম্লাদিচ আদালতের শুনানি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছিলেন, কিন্তু সেই প্রতিবাদে ট্রাইব্যুনাল কান দেয়নি।