কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

Looks like you've blocked notifications!

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানীর শিয়া সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্থায় এ হামলার ঘটনা ঘটে।

সংস্থাটির মিডিয়া শাখার প্রধান বিবিসিকে জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল বলে ধারণা করা হচ্ছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার পেছনে কারা রয়েছে, এখন পর্যন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি।

গত ২৫ ডিসেম্বরও আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের কাছে আত্মঘাতী হামলায় ১০ জন নিহত হন।

ইসলামিক জঙ্গিগোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) সেই হামলার দায় স্বীকার করে।

এর আগে গত অক্টোবরে শিয়া মুসলিমদের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৩৯ জন মানুষ নিহত হন।