চীনে জাহাজে সংঘর্ষ, বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ

Looks like you've blocked notifications!

পূর্ব চীন সাগরে মালবাহী জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের পর দুই বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

এপির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ রোববার চীনের পরিবহন মন্ত্রণালয় বলেছে, গতকাল শনিবার রাতে চীনের সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে এ সংঘর্ষের পর পরই আগুন ধরে যায়।

এর মধ্যে শানচি নামে তেলবাহী ট্যাঙ্কারটি পানামায় নিবন্ধন করা। আর মালবাহী জাহাজটি হংকংয়ের। নিখোঁজ নাবিকরা সবাই তেলবাহী ট্যাঙ্কারের। তাঁদের মধ্যে ৩০ জন ইরানি আর দুই বাংলাদেশি।

ইরান থেকে তেল নিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। অন্যদিকে মালবাহী জাহাজটি হংকংয়ের।