বাগদাদে বাজারে বোমা হামলা, নিহত ৮১

Looks like you've blocked notifications!
ইরাকের রাজধানী বাগদাদে ভিড়ে ঠাসা একটি বাজারে ট্রাকবোমা হামলা চালায় আইএস। ছবি : রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদে ভিড়ে ঠাসা একটি বাজারে একটি ট্রাকবোমা হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। বোমা হামলায় আহত হয় আরো দেড় শতাধিক। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় সদর সিটির জামিলা বাজারে এই হামলা চালানো হয়।

পুলিশ ও স্থানীয় হাসপাতাল কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, ভয়াবহ এই বিস্ফোরণের সময় স্থানীয় বাজারটিতে সাপ্তাহিক কেনাবেচা চলছিল। এ সময় একজন আত্মঘাতী হামলাকারী জনবহুল ওই বাজারে বিস্ফোরকভর্তি ট্রাকসহ ঢুকে হামলা চালায়।

এদিকে হামলায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে পোস্ট করা এক বার্তায় আইএস দায় স্বীকার করে জানিয়েছে, সেনা ও স্থানীয় যোদ্ধাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

বাগদাদের সদর সিটি শিয়া অধ্যুষিত একটি জেলা। এর আগে ওই এলাকায় উগ্রপন্থী সুন্নি জঙ্গি সংগঠন আইএস শিয়া নিয়ন্ত্রিত সদর সিটি লক্ষ্য করে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়েছিল।

গত বছর থেকে ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল দখল ও নিয়ন্ত্রণ করছে আইএস। আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের বেশির ভাগ অঞ্চল দখলের একটি মানচিত্র প্রকাশ করেছে উগ্রপন্থী এই গোষ্ঠীটি।