একটুর জন্য রক্ষা!

Looks like you've blocked notifications!
অল্পের জন্য রক্ষা পেল বিমানের যাত্রীরা। ছবি : রয়টার্স

বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে পেরিয়ে সাগরে একটুর জন্য পড়েনি একটি যাত্রীবাহী বিমান। রোববার তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ত্রাবজোনের বিমান বন্দরে এ ঘটনা ঘটে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলুর বরাত দিয়ে বিবিসি জানায়, পেগাসাস এয়ারলাইন্সের এই বোয়িং বিমানটি পাড়ে আটকে যায়। তবে এর ভেতরে থাকা ১৬৮ যাত্রী এবং ক্রু অলৌকিকভাবে অক্ষত থাকেন।

স্থানীয় গভর্নর ইউসেল ইয়াভুজ জানিয়েছেন, কেউ আহতও হননি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ঘটনার পর কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়।

ভিডিওতে দেখা যায়, বিমানটি সাগরের খাড়া কর্দমাক্ত তীরের ওপর পড়ে আছে, আর বিমানের সামনের কিছু অংশ সাগরের পানির মাত্র কয়েক মিটার ওপরে।