ন্যাটোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান তুরস্কের

Looks like you've blocked notifications!

আন্তমহাদেশীয় সামরিক সংস্থা ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ায় কুর্দি নিরাপত্তা বাহিনীর ৩০ হাজার সদস্যকে নিয়ে সীমান্তরক্ষী বাহিনী গঠনের ঘোষণার প্রতিবাদে এ আহ্বান জানান এরদোয়ান। 

মঙ্গলবার নিজ দলের এক বৈঠকে দেওয়া বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্র সেনা সন্ত্রাস সৃষ্টি করছে। এ বিষয়ে তুরস্কের সামরিক বাহিনীর প্রধান ব্রাসেলসে, ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

সদস্যভুক্ত দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ন্যাটোর ওপরে বর্তায় বলেও এ সময় উল্লেখ করেন এরদোয়ান।