হামলার লক্ষ্য ছিল বিদেশিদের হত্যা : থাই মন্ত্রী

Looks like you've blocked notifications!
 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপাসনালয়ে বোমা হামলার লক্ষ্য ছিল বিদেশিরা বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রায়িত ওয়াংসুয়ান। তিনি বলেন, এর কারণ হচ্ছে অর্থনীতি ও পর্যটনশিল্পে ক্ষতি করতে চায় দুর্বৃত্তরা।

গতকাল সোমবার সন্ত্রাসীদের হামলায় ২১ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন।

urgentPhoto

হামলার লক্ষ্যস্থল হিন্দুদের এরাওয়ান উপাসনালয় পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণের সময় সেখানে অনেক মানুষ ছিল।

প্রতিরক্ষামন্ত্রী প্রায়িত ওয়াংসুয়ান সাংবাদিকদের বলেন, ‘পর্যটনশিল্প ও অর্থনীতির ক্ষতি করতে বোমা হামলাকারীরা বিদেশিদের লক্ষ্য করে। আমরা তাদের খুঁজে বের করব।’

প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা বলেন, হামলা মোকাবিলায় সরকার ‘যুদ্ধকক্ষ’ স্থাপন করছে।

পুলিশপ্রধান সমিয়ত পুম্পমুয়াং জানান, একটি ‘পাইপবোমা’ উপাসনালয়ের ভেতরে স্থাপন করা হয়েছিল। তিনি বলেন, ‘যারাই এই বোমা পুঁতে রাখুক না কেন, তারা নিষ্ঠুর; লক্ষ্য ছিল হত্যা করা। এখানে বোমা পুঁতে রাখার অর্থ হচ্ছে তাদের লক্ষ্য ছিল অনেক মানুষ হত্যা করা।’

কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিদের ১০ জন থাই, দুজন চায়নিজ ও একজন ফিলিপাইনের নাগরিক।