সোয়াজিল্যান্ড এখন থেকে ইসোয়াতিনি

Looks like you've blocked notifications!
জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিচ্ছেন রাজা তৃতীয় মাসাওয়াতি। ছবি : রয়টার্স

আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডের নাম বদলের ঘোষণা দিয়েছেন দেশটির রাজা তৃতীয় মাসাওয়াতি। দেশটির এখন নাম হয়েছে কিংডম অব ইসোয়াতিনি। গত বৃহস্পতিবার এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। ইসোয়াতিনি মানে হল সোয়াজির ভূমি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির ৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

দেশটির রাজা গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন, আফ্রিকান ইউনিইয়নসহ আন্তর্জাতিক সম্মেলনে কিংডম অব ইসোয়াতিনি নামটির কথা জানান।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মানজিনির একটি স্টেডিয়ামে রাজা ঘোষণা দেন, সোয়াজিল্যান্ড তার আগের নামে ফেরত যাচ্ছে। আফ্রিকার এই দেশটি ১৯৬৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায়।  দেশটি কমনওয়েলথের সদস্য।

রাজা মাসাওয়াতি বলেন, ‘আজকের পর থেকে আমাদের দেশটি নাম হবে কিংডম অব ইসোয়াতিনি। সোয়াজিল্যান্ড নামটি নিয়ে তালগোল পেকে যায়।’ তিনি বলেন , আমরা যখন বিদেশে যাই, আমাদের সুইজারল্যান্ডের সঙ্গে মিলিয়ে ফেলে।’ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

দেশটির রাজা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃষি কাজের ওপর জোর দিয়েছেন। সেখানে বেশি ভাগই আখ চাষ করা হয়। আফ্রিকার এই দেশটিতে এইডস সংক্রামণের হার অনেক বেশি।