সন্তানের নাম মুসোলিনি রাখায় মা-বাবাকে আদালতে তলব!
মা-বাবা আদর করে সন্তানের নাম রেখেছেন বেনিতো মুসোলিনি। কিন্তু বিধিবাম, এই নাম রাখার কারণে আদালত তলব করেছেন বেনিতোর মা-বাবাকে। আদালতের আদেশ, নাম বদলাতে হবে ১৪ মাস বয়সী ওই শিশুর।
ঘটনাটি ঘটেছে ইতালিতে। কারণ ইতালির জন্য বেনিতো মুসোলিনি একটি বিতর্কিত নাম।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরের শহর জেনোয়ার আদালতের আদেশ মতে ওই বাবা মা তাঁদের শিশু সমন্তানের নাম বেনিতো মুসোলিনি রাখতে পারবেন না।
ইতালির বিখ্যাত পত্রিকা ‘দ্য ডেইলি গেজেটা দি পারমা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।
ফ্যাসিজম হলো ব্যক্তিতন্ত্রের সরকার ব্যবস্থা, যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকে না। ১৯২২ থেকে ১৯৪২ সাল পর্যন্ত ইতালির ক্ষমতা দখল করেছিলেন হিটলারের দোসর বেনিতো মুসোলিনি। তাঁর একচ্ছত্র আধিপত্যে রীতিমতো ভীত স্বন্ত্রস্ত ছিল সাধারণ মানুষ। আজও সেই সব ভয়াবহতার কথা ইতালির মানুষের মন থেকে মুছে যায়নি। আর তাই তো এই নাম নিয়ে এত বিতর্ক।