৮০টি প্লাস্টিকের ব্যাগ খেয়ে তিমির মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/03/photo-1528020544.jpg)
সমুদ্রতীরের কিছুটা কাছাকাছি একটা ছোট্ট পুরুষ তিমিকে দেখা যাচ্ছিল। নড়তে পারছিল না। কেমন গা ছেড়ে দিয়ে ভাসছিল তিমিটি। গত সোমবার দক্ষিণ থাইল্যান্ডের সমুদ্রতীরে এ ঘটনা ঘটে।
পরিবেশ রক্ষা কর্মীদের চোখে পড়লে নৌকায় করে তাঁরা তিমিটির কাছে যান। বেশ কিছুক্ষণ তিমিটিকে ভাসাতে চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। কেননা, তিমিটি কোনো সাড়াই দিচ্ছিল না।
আর দেবেই কীভাবে? একটা-দুটা নয়, তিমিটি যে খেয়ে ফেলেছিল ৮০টি প্লাস্টিকের ব্যাগ। প্রায় আট কেজি ওজনের এই ব্যাগগুলো খেয়ে প্রায় পাঁচ ব্যাগ বমি করে তিমিটি।
এই পুরোটা সপ্তাহজুড়ে পরিবেশ রক্ষা কর্মীরা তিমিটির সেবা করে। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত শুক্রবার সকালে এটি মারা যায়।
এক সমুদ্র বিশেষজ্ঞ জানান, প্লাস্টিকের ব্যাগগুলোর কারণে কিছুই খেতে পারছিল না তিমিটি। আর ব্যাগগুলো বেরও করা যাচ্ছিল না। তাই শেষে মরতেই হলো তিমিটিকে।
থাইল্যান্ড প্লাস্টিক ব্যাগ ব্যবহারকারীদের মধ্যে অন্যতম দেশ। প্লাস্টিকের ব্যাগের কারণে দেশটির সমুদ্রাঞ্চল পুরোপুরি দূষিত হয়ে পড়েছে। প্রতিবছর কয়েকশ সামুদ্রিক প্রাণী এ কারণে প্রাণ হারাচ্ছে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী এক দশকে দেশটিতে প্লাস্টিকের ব্যাগের পরিমাণ তিন গুণ হবে। গত মাসে দেশটির সরকার এই নিয়ে একটি ঘোষণাও দেয়।