গুয়েতেমালার অগ্ন্যুৎপাতে প্রায় ২০০ নিখোঁজ

Looks like you've blocked notifications!
মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। ছবি : রয়টার্স

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রায় ২০০ মানুষের নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

এখন পর্যন্ত নিহতদের সবার পরিচয় জানা যায়নি। স্বজনরা তাঁদের মরদেহ শনাক্ত করতে অস্থায়ী মর্গে ছোটাছুটি করছেন।

গত রোববার ফুয়েগোতে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়।

আগ্নেয়গিরির নিকটবর্তী গ্রামগুলোতে লাভার ঢলে ছাই এবং মাটির কবর তৈরি হয়েছে।

গতকাল মঙ্গলবার উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। কারণ, আগ্নেয়গিরির দক্ষিণ পাশের নতুন আরেকটি ক্ষেত্র থেকে গরম গ্যাস এবং গলিত পাথর প্রবাহিত হচ্ছে।

রোববারের এই অগ্নুৎপাতে প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।