আফগান সরকার ও তালেবানের অস্ত্রবিরতি দীর্ঘায়িত হচ্ছে না
আফগান সরকার ও তালেবানের চলা অস্ত্রবিরতি দীর্ঘায়িত হচ্ছে না। ঈদ উপলক্ষে তিনদিনের অস্ত্রবিরতি আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে উগ্রবাদী গোষ্ঠীটির সদস্যরা।
বিবিসির খবরে বলা হয়, তালেবানের অস্ত্রবিরতির ঘোষণা অনেক প্রশংসিত হলেও তারা সেটা বর্ধিত করেনি। রোববার থেকে আবারও জঙ্গিদের অস্ত্র হাতে নেওয়ার নির্দেশ দিয়েছে তালেবান।
গত ৭ জুন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ২০ জুন পর্যন্ত তালেবানের সঙ্গে অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দেন। এর দুই দিন পর তালেবানের পক্ষ থেকেও ঈদের তিনদিন যুদ্ধ বিরতির ঘোষণা আসে।
শুধু তাই নয়, অস্ত্রবিরতি চলাকালে আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে ঈদ উদযাপন করে। এরপর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আরো ১০ দিনের জন্য অস্ত্রবিরতি কার্যকর রাখার ঘোষণা দিলেও রোববার থেকে অস্ত্রবিরতি তুলে নেয় তালেবান।