তুরস্কে এরদোয়ানের জয়

Looks like you've blocked notifications!

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন দেশটির দীর্ঘ সময়ের নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির নির্বাচন কর্তৃপক্ষের প্রধান সাদি গুভেন এ তথ্য জানিয়েছেন।

সাদি গুভেন জানান, এরদোয়ান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে এর বেশি কিছু তিনি বলেননি।

আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এ পর্যন্ত ৯৯ শতাংশ গণনা হয়েছে। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনসে পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

বিরোধী পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেয়নি। তবে জানিয়েছে, ফল যা-ই হোক, তারা গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে।

এরদোয়ান বলেছেন, ক্ষমতাসীন একে পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তিনি বলেন, ‘সারা বিশ্বকে তুরস্ক একটা গণতান্ত্রিক শিক্ষা দিল।’

তুরস্কের নতুন সংবিধান, যা নির্বাচনের পরে কার্যকর হবে, সেটা অনুযায়ী প্রেসিডেন্টের আরো ক্ষমতা বাড়বে।

এবার অনেক মানুষ ভোট দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় ৮৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এরদোয়ান বলেন, ‘আমি আশা করছি, কেউ ফলাফলের ব্যাপারে প্রশ্ন করবে না।’

বিরোধী সিএইচপি দলের প্রার্থী ইনসে পরাজয় স্বীকার করে নিয়েছেন বলে খবর বেরোলেও আনুষ্ঠানিকভাবে তা বলা হয়নি।