বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ আফ্রিকার মোয়াঙ্গি!

Looks like you've blocked notifications!

‘আমিই আফ্রিকা ও সারা বিশ্বের মধ্যে সবচেয়ে স্মার্ট পুরুষ!’ এ দাবি করেছেন কেনিয়ার রাজধানী নাইরোবির এক বাসিন্দা। বিশ্বের স্বঘোষিত সবচেয়ে স্মার্ট পুরুষ জেমস মাইনা মোয়াঙ্গি।

জানা যায়, মোয়াঙ্গি নিজের পছন্দ আর রুচি অনুযায়ী কেতাদুরস্ত পোশাক ও জীবনযাপন করতে পছন্দ করেন।  নিজেকে সবচেয়ে স্মার্ট ভাবার আসল কারণ হলো এটি।

মোয়াঙ্গি বলেন, ‘আমার প্রায় ১৬০টি স্যুট, ২০০ জোড়ার বেশি জুতা ও তিন শতাধিক মাথার হ্যাট আছে। আমি যখন কিছু পরি, ধরা যাক সেটা যদি সবুজ রঙের স্যুট হয়, তখন ম্যাচ করে সবুজ জুতা, সবুজ শার্ট, সবুজ হ্যাট, সবুজ রুমাল থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত পরি সবুজ রঙের।’

শুধু তাই নয়, ব্যবহৃত অন্য সব জিনিস, যেমন : কলম, মোবাইলের  কাভার সেটাও সবুজ রঙের চাই মোয়াঙ্গির।

প্রথম জীবনে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা মোয়াঙ্গি বলেন, ‘আমি যখন প্রথম নাইরোবিতে আসি, আমার পরনে শুধু একটা শার্ট ছিল, লোকজন আমাকে দেখে হাসাহাসি করত। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, কিন্তু গরিব। তখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, আমাকে অন্য মানুষদের থেকে আলাদা কিছু দিতে, আমাকে আলাদা করতে।’

মোয়াঙ্গি মনে করেন, তাঁর করা সেই প্রার্থনা ঈশ্বর শুনেছেন। আর তারই প্রতিদান হিসেবে তিনি বর্তমানে স্বাচ্ছন্দ্যের একটি  জীবন পেয়েছেন।

বর্তমানে নিজেকে নিয়ে অনেক সুখীবোধ করা মোয়াঙ্গি অন্যদের উদ্দেশে বলেন, ‘কেউ যদি আমার মতো হতে চান, তাহলে ঈশ্বরের কাছে তাঁকে তিনটি জিনিস চাইতে হবে— রুচি, পছন্দ আর প্রজ্ঞা।’