আলোর মুখ দেখল ১১ কিশোর, আর বাকি দুজন

Looks like you've blocked notifications!
গুহা থেকে একে একে উদ্ধার হচ্ছে শিশুরা, আনন্দে নিজেদের জড়িয়ে ধরলেন উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি

থাইল্যান্ডের গুহায় আটকেপড়া কিশোরদের মধ্যে আরো একজনকে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ১১ কিশোরকে বের করে আনলেন উদ্ধারকর্মীরা।

আজ  মঙ্গলবার সকাল থেকে এই নিয়ে দুজনকে উদ্ধার করা হয়। দেশটির নৌবাহিনী জানিয়েছে উদ্ধারের পর কিশোরদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য দিয়েছে।

এর আগে গতকাল রাত পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছিল। পরে রাতে উদ্ধারকাজে বিরতি দেওয়া হয়।

তবে এখনো ওই গুহায় আটকে আছে ওই কিশোর ফুটবল দলের কোচসহ এক কিশোর।

থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থাম লুয়াং গুহায় আটকেপড়ার নয় দিন পর গত ২ জুলাই এই ফুটবল দলের খোঁজ পাওয়া যায়। গুহায় ঢোকার পর বন্যার পানিতে আটকে পড়েছিল এই ১৩ জন।

খোঁজ পাওয়ার পর তাদের উদ্ধার করতে আরো কয়েক মাস লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বন্যার পানির পরিমাণ কমে আসায় এবং গুহায় অক্সিজেনের পরিমাণও কমতে থাকায় ৮ জুলাই উদ্ধার কাজ শুরু করা হয়।

আটকেপড়া এই কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। এরা স্থানীয় মোও পা ফুটবল দলের খেলোয়াড়।