জাপানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৫

জাপানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৫৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ আছে ৬৭ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আজ মঙ্গলবার জাপানের সরকারি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
জানা যায়, বন্যাদুর্গত এলাকাগুলোতে নিয়োজিত উদ্ধারকর্মীরা বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পানির অভাব ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুর্গত এলাকার মানুষজন স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছেন। কোথাও কোথাও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে বলে জানা যায়।
এ দুর্যোগ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁর বিদেশ সফর বাতিল করেছেন।
দেশটির অর্থমন্ত্রী তারো আসো সাংবাদিকদের জানান এরইমধ্যে উন্নয়ন তহবিলে বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্যোগের ব্যাপারে আগেই সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নেওয়া যায়নি। পাহাড় ও ঘনবসতির কারণে দুর্যোগ মোকাবিলা যথাযথ হয়নি। প্রায় ২০ লাখ মানুষকে ছাড়তে হয়েছে বাড়িঘর।