কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর
কানাডায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও যুগ্ম সচিব আবদুল লতিফ খানের মেয়ে সামরিয়া সাবাতিনা লতিফ লিরা (২৪) নিহত হয়েছেন।
গত সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় কানাডায় নোবেলফোর্ড আলটা ক্যালগেরি এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিরা বৃত্তি নিয়ে কানাডায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন ।
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সিলর ও দূতালয়প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানসহ প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এই ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।