বন্যার মাঝেই জাপানে ভূমিকম্পের আঘাত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/12/photo-1442068793.jpg)
বন্যায় বিপর্যস্ত জাপানের জনজীবন। এরই মাঝে জাপানের দক্ষিণাঞ্চলসহ রাজধানী টোকিওতে একটি মাঝারি আকারের ভূমিকম্প হয়েছে। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে ভূমিকম্পে টোকিওর ভবনগুলো কেঁপে ওঠে এবং যারা রাস্তায় ছিল তারাও কম্পন অনুভব করে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৫.৪ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৪৯ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিওর ১৮০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় এলাকায় মাটির ৭০ কিলোমিটার গভীরে। তবে জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, এখনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে বাসস জানায়, এই ঘটনায় এক নারী তাঁর বিছানা থেকে মাটিতে পড়ে যান। এ ছাড়া এই ভূমিকম্পের কারণে আরো ছোটখাটো কয়েকটি আহতের ঘটনার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কারণে টোকিও সাবওয়ে ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। তবে শিগগিরই তা আবার চালু করা হয়।