সবচেয়ে বড় পায়ের পাতা তাঁর

Looks like you've blocked notifications!
সবচেয়ে বড় পায়ের পাতার মালিক জেইসন অরল্যান্দো রদ্রিগেজ হার্নান্দেস। ছবি : দ্য ইনডিপেনডেন্ট

ছোটবেলা থেকেই বড় পায়ের পাতার জন্য চলতে ফিরতে অসুবিধা হতো তাঁর। গোবদা এক জোড়া পায়ের পাতাকে তখন মনে হতো অভিশাপ। কিন্তু আজ এই বিশাল পায়ের পাতার জন্যই বিশ্বব্যাপী মানুষ চিনছে তাঁকে। অর্জন করেছেন সম্মান-খেতাব। জায়গা করে নিয়েছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ের পাতায়।

কথা হচ্ছিল বিশ্বের সবচেয়ে বড় পায়ের পাতার অধিকারী ভেনেজুয়েলার নাগরিক জেইসন অরল্যান্দো রদ্রিগেজ হার্নান্দেসকে নিয়ে। পায়ের জন্য বিশ্বসেরার খেতাব পাবেন, হয়তো কোনোদিন তা ভাবেনইনি। কিন্তু তাঁর ভাবা না ভাবা দিয়ে তো রেকর্ড কথা বলে না।

পায়ের পাতা যদি হয় ১ ফুট ৪ ইঞ্চি, এমন খেতাব তো তিনি পাবেনই। পায়ের পাতার জন্য ২০ বছর বয়সী রদ্রিগেজ সাধারণ মানুষের জুতা পরে হাঁটাচলা করতে পারেন না। বরং মুচির দোকানে গিয়ে অর্ডার দিয়ে তৈরি করা হয় তাঁর পাদুকা।

যুক্তরাজ্যের পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বুকে তাঁর পায়ের পাতার মাপ নির্ধারণ করা হয়েছে। বিশ্বে জীবিত মানুষের মধ্যে এই মুহূর্তে বড় পায়ের পাতার অধিকারী ভেনেজুয়েলার এই তরুণ।