কুর্দি যোদ্ধাদের খাঁচাবন্দী ভিডিও প্রকাশ আইএসের

Looks like you've blocked notifications!

সারিবদ্ধভাবে রাখা পাশাপাশি কয়েকটি খাঁচায় বন্দী কমলা রঙের কয়েকজন ব্যক্তি। তাঁদের পাশে কালো পোশাক পরা কয়েকজন বন্দুকধারী। ইরাকের কুর্দি পেশমেরগা যোদ্ধাদের নিয়ে এমন একটি ভিডিও প্রকাশের দাবি করেছে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

মার্কিন রাষ্ট্রীয় টেলিভিশন সিএনএনের স্থানীয় সময় রোববার প্রচারিত এক খবরে এ তথ্য জানানো হয়। কিন্তু ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি চ্যানেলটি।

ভিডিওতে একজন দাবি করছেন, বন্দীরা পেশমেরগা যোদ্ধা। এতে আরো দেখা যায়, কমলা পোশাক পরা ২১ জন লোককে কয়েকটি ট্রাকের পাটাতনে খাঁচাবন্দী অবস্থায় রাখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, আইএসের লোগোসংবলিত একটি মাইক্রোফোন হাতে এক ব্যক্তি কয়েকজন বন্দীর সাক্ষাৎকার নিচ্ছেন। তিনি দাবি করেন, বন্দীরা পেশমেরগা যোদ্ধা।

সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের বেশির ভাগই ইরাকের কিরকুক অঞ্চলের বাসিন্দা বলে স্বীকার করেছে। তাঁদের কয়েকজনের কাছ থেকে আইএসের বিরুদ্ধে লড়াই বন্ধের জোরপূর্বক স্বীকারোক্তিও আদায় করা হয়েছে। এতে লিবিয়ায় সম্প্রতি শিরশ্ছেদ হওয়া খ্রিস্টানদের ছবিও দেখানো হয়েছে।