জ্বালানি নিয়ে ফ্রান্সে বিক্ষোভ, নিহত ১
ফ্রান্সে জ্বালানি তেলের ওপর শুল্ক বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছে আড়াই লাখের বেশি মানুষ। বাড়তি শুল্ক আরোপের ফলে দেশটিতে এ বছর বহুল ব্যবহৃত ডিজেলের দাম ২৩ শতাংশ বেড়েছে।
শনিবার রাস্তায় বিক্ষোভ চলাকালে এক গাড়িচালক বিক্ষোভকারীদের ওপর গাড়ি তুলে দিলে এক নারী বিক্ষোভকারী নিহত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এতে ২২৭ জন আহত হয়েছেন এবং ৫২ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভে দুই লাখ ৮০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছেন।
বেশিরভাগ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কিছু কিছু জায়গায় গাড়িচালকরা বিরক্ত হয়ে জোর করে গাড়ি চালাতে গেলে হতাহতের ঘটনাগুলো ঘটে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখ পরিবেশবাদিতার জায়গা থেকে সম্প্রতি ডিজেলের দাম বাড়ানোসহ নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগও দাবি করেছেন।