জ্বলছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল
অস্ট্রেলিয়ায় চলছে ‘বুশফায়ারে’র সময়। তামপাত্রার কারণে দেশটির অনেক স্থানের দাবানল বা বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার দক্ষিণাংশের ভিক্টোরিয়া প্রদেশের বনে অন্তত ১০০ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। আর ‘দীর্ঘ, তপ্ত ও ভয়ংকর’ সময়ের জন্য ভিক্টোরিয়ার অধিবাসীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নি হেরাল্ড জানিয়েছে, তাপমাত্রার কারণে দাবানলের ঘটনা বেড়ে যাওয়ায় প্রচণ্ড চাপের মুখে আছে ভিক্টোরিয়ার জরুরি সেবা। দাবানলের কারণে মেলবোর্নের উত্তর দিকের কেরিসডেল, বেনলচ, নুলা ভেল ও পেস্টোরিয়া ইস্ট শহর হুমকির মুখে আছে।
স্থানীয় জরুরি সেবা ব্যবস্থাপনা কমিশনার ক্রেক ল্যাপসলে বলেন, দাবানলের কারণে ১৯০টি বাড়ি হুমকির মুখে। সেখানকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। মেলবোর্নের ৮০ কিলোমিটর উত্তরের কোবাউ অঞ্চলে আগুনের কারণে একটি বাড়ি ধ্বংস হয়েছে।
ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু বলেন, “এটি সর্বোপরি আমাদের মনে রাখতে হবে প্রদেশ মোকাবিলা করছে ‘দীর্ঘ, তপ্ত ও ভয়ংকর’ গ্রীষ্ম। আরো পরিষ্কার করে বললে, সবাইকে আগুন নেভানোর পরিকল্পনা নিয়ে রাখতে হবে এবং এ কাজ করতে হবে এখনই। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। সামনের তিন বা চার মাস কঠিন সময় পার করতে হবে।”
তীব্র গরমের পূর্বাভাসের মধ্যেই সেন্ট্রাল ভিক্টোরিয়ার কাছের বনের আগুন জ্বালানোর ঘটনা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ড্যানিয়েল অ্যান্ড্রুর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী গ্রেগ হান্ট। অস্ট্রেলিয়ার রেডিও থ্রিএডব্লিউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গরমের মধ্যে ভিক্টোরিয়ায় বনের কাছে আগুন জ্বালানোর বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হবে।
ভিক্টোরিয়ার পরিবেশমন্ত্রী লিসা নেভিলে বলেন, দাবানলের কারণে হুমকির মুখে থাকা স্থানীয়দের রক্ষা করাই এখন প্রদেশের সরকারের মূল লক্ষ্য।