বায়ুদূষণে ব্যাংককের ৪০০ স্কুল বন্ধ

Looks like you've blocked notifications!

বায়ুদূষণ থেকে শিশুদের রক্ষা করার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তত ৪০০টি স্কুল সপ্তাহব্যাপী বন্ধ ঘোষণা করা হয়েছে।

আন্ট্রা-ফাইন ডাস্ট পার্টিকেল, যা PM2.5 নামে পরিচিত, এর কারণে ব্যাংকক স্মরণকালের সবচেয়ে বায়ুদূষণের সম্মুখীন হয়েছে।

ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্টের (একিউআইসিএন) মতে, ব্যাংককে বাতাসের গুণমান সূচক (একিউআই) বর্তমানে ১৭০, যা বাতাসকে অস্বাস্থ্যকর করে তুলছে।

তবে ভারতের রাজধানী দিল্লির তুলনায় ব্যাংককের একিউআই অনেকাংশে কম। দিল্লির ক্ষেত্রে তা ৩৯০-এর কাছাকাছি। এটি বায়ুদূষণের বিপজ্জনক স্তরগুলোর একটি।

ট্রাফিক, নির্মাণকাজ, ফসল পোড়ানো ও কারখানার দূষিত পদার্থকে ব্যাংককে বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, বায়ুদূষণ রোধে কর্তৃপক্ষের বেশ কয়েকটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এর প্রভাব স্বাভাবিক মাত্রায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে থাইল্যান্ড সরকার। ট্রাফিক কমানো, রাস্তায় হেঁটে চলাচলের জন্য উৎসাহিত করা হচ্ছে নাগরিকদের।

আগামী সপ্তাহে থাইল্যান্ডে লুনার বর্ষ উদযাপনের জন্য আগুনের ব্যবহার কমাতে বলেছে থাইল্যান্ড সরকার।