চীনে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ১৮
চীনে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চীনের উত্তরাঞ্চলের আনহুই প্রদেশের উহো শহরের একটি রেস্তোরাঁয় বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। সেই সময় রেস্তোরাঁয় বহু মানুষ ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
এ সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। বাকি দুজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় আরো ২৭ জন আহত হওয়ার খবর জানিয়েছে সিনহুয়া।
এর আগে গত আগস্টে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে তিয়ানজিনে রাসায়নিকের গুদামে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় ১৬০ জন নিহত হয়েছিলেন।