পাকিস্তানের কাছে নতুন যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে আটটি নতুন এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিক্রি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের উদ্দেশেই এই বাণিজ্য বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডার বিস্তৃত করছে এমন খবর প্রকাশের পর এই সিদ্ধান্ত জানা গেল।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের খবরে এ কথা জানানো হয়।
আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের আগেই এই অস্ত্র বিক্রির কথা জানা যায়। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যে, আফগানিস্তানে মার্কিন সেনা বাহিনী আরো বেশি সময় থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতো ওবামাও পাকিস্তানের ওপর ভারসাম্য রেখে চাপ দিচ্ছেন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র কেনার প্রস্তাব দেয় পাকিস্তান। এত দিন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া হলেও নওয়াজ শরীফের যুক্তরাষ্ট্র সফরের সময়ই কেন হোয়াইট হাউস এই অস্ত্র বিক্রির ঘোষণা দিল সে বিষয়টি অবশ্য এখনো স্পষ্ট নয়। এদিকে এই ঘোষণার মাত্র একদিন আগে বিষয়টি কংগ্রেসকে জানানো হয়েছে। ফলে তাদের প্রতিক্রিয়াও এখনো জানা যায়নি। তবে কংগ্রেসম্যানদের অনেকেই আশঙ্কা করছেন যে এই আটটি জঙ্গি বিমান জঙ্গিবাদ দমনের চেয়ে ভারতের সঙ্গে দীর্ঘ শত্রুতাতেই প্রয়োগ করা হবে। সে কারণেই কংগ্রেস এই চুক্তি অনুমোদন করবে কি না বোঝা যাচ্ছে না। কারণ এ বছরের শুরুতে পাকিস্তানের কাছে নৌবাহিনীর জাহাজ বিক্রি করা নিয়ে কংগ্রেস ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মধ্যে একটা অচলাবস্থার সৃষ্টি হয়।
চারদিনের রাষ্ট্রীয় সফরে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।