পানি থেকে ভেসে উঠেছে ষোড়শ শতকের গির্জা

Looks like you've blocked notifications!
আপসল সান্তিয়ানে চার্চ। ছবি : এএফপি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে পানিতে ডুবে থাকা ষোল শতকের একটি গির্জা ভেসে উঠেছে। প্রচণ্ড খরার কারণে এটি ভেসে উঠেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনডিটিভি জানায়, ৪৯ বছর আগে একটি বাঁধের কারণে গির্জাটি ডুবে গিয়েছিল। এখন ভেসে ওঠায় দর্শনার্থীদের জন্য তা খুলে দেওয়া হয়েছে। নৌকায় করে গিয়ে তাঁরা ধ্বংসচিহ্ন দেখছেন।

আপসল সান্তিয়ানে চার্চ নামের ওই গির্জাটি তৈরি করেছিলেন ডমিনিকান ফ্রায়ারস। ১৯৬৬ সালে গ্রিহালবা নদীতে একটি পানি বিদ্যুৎকেন্দ্র করার সময় এটি ডুবে যায়। এ জন্য এলাকায় বসবাস করা প্রায় দুই হাজার আদিবাসীকে সরিয়ে নেওয়া হয়। তাদের সবার বাড়িঘরও ডুবে যায়।

গত কয়েক সপ্তাহে ৪৯ ফুট উঁচু গির্জাটির অর্ধেক ভেসে উঠেছে। গির্জাটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে কোনো ছাদ নেই।

এরই মধ্যে গির্জাটির ক্ষতিগ্রস্ত দেয়ালের পাথরে গাছপালা জন্মাতে শুরু করেছে। পাখিও আসছে।

তবে এবারই প্রথম এটি ভেসে ওঠেনি। এর আগে ২০০২ সালেও ভেসে উঠেছিল। তখন গির্জাটির ৬০ মিটার লম্বা ভবন দেখা গিয়েছিল।