অভিবাসন কেন্দ্রের স্থান পরিবর্তন করছে অস্ট্রেলিয়া
পাপুয়া নিউ গিনির বিতর্কিত ম্যানুস দ্বীপ থেকে অভিবাসন কেন্দ্র সরাচ্ছে অস্ট্রেলিয়া। তবে ওই কেন্দ্র পাপুয়া নিউ গিনিতেই থাকছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায় থেকে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডাটন বলেন, অভিবাসন কেন্দ্রের স্থান পরিবর্তন হলে নতুন করে সবকিছু শুরুর সুযোগ পাওয়া যাবে।
বিবিসি জানিয়েছে, ২০১৩ সালের অস্ট্রেলিয়ার অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে পাপুয়া নিউ গিনির সঙ্গে এক চুক্তি করে অস্ট্রেলিয়া। এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়া প্রয়োজনীয় সহায়তা দেবে। এর বিনিময়ে অস্ট্রেলিয়ার অভিবাসনপ্রত্যাশীদের রাখার জন্য কেন্দ্র থাকবে পাপুয়া নিউ গিনিতে। ওই চুক্তির পর থেকে নৌকায় করে অস্ট্রেলিয়া পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীদের পাপুয়া নিউ গিনির অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়। একইভাবে কিছু অভিবাসীকে পাঠানো হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুতে।
পাপুয়া নিউ গিনি ও নাউরুতে অবস্থিত অস্ট্রেলিয়ার অভিবাসনকেন্দ্রের মানবেতর অবস্থার বিষয়ে বারবার সতর্ক করেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবিকধার সংস্থা। তবে এই অবস্থার উন্নতি হয়েছে যৎসামান্যই।
পিটার ডাটন বলেন, সম্প্রতি স্থানীয় অভিবাসনবিষয়ক (আরআরএ) কয়েকজন কর্মকর্তাকে পাপুয়া নিউ গিনিতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ায় অভিবাসনপ্রত্যাশী প্রত্যেককেই ওই দেশে বসবাসের সুযোগ করে দেওয়া হবে। দেশটির সরকার অস্ট্রেলিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের সেখানে বসবাসের ব্যবস্থা করে দেবে।
২০১৩ সালের এক চুক্তির অধীনে অস্ট্রেলিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের পাপুয়া নিউ গিনিতে পাঠানো হয়। এ জন্য প্রতিবছর দেশটিকে ৩০ কোটি মার্কিন ডলার দেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অভিবাসনপ্রত্যাশীদের ম্যানুস দ্বীপে রাখার ব্যবস্থা রাখে পাপুয়া নিউ গিনি। তবে ২০১৩ সালের পর থেকে দ্বীপটিতে কয়েকবার অস্থিরতা দেখা গেছে। ২০১৪ সালে এক অস্থিরতায় এক অভিবাসনপ্রত্যাশী নিহত হন। আহত হন আরো ৭০ জন। আর চলতি বছর দ্বীপটিতে থাকা অস্ট্রেলিয়ায় অভিবাসনপ্রত্যাশীরা অনশনে যান।