২ ঘণ্টায় ছয়বার ভূমিকম্প, ধসে ধসে পড়ল ঘরবাড়ি

Looks like you've blocked notifications!

আলবেনিয়ায় দুই ঘণ্টার মধ্যে ছয়বার ভূমিকম্প হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে চারজন আহত হয়েছে এবং শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার আলবেনিয়ার দক্ষিণ-পূর্বাংশে হওয়া ছয়টি ভূমিকম্পের মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ৩; কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব আলবেনিয়ার প্রধান শহর কোর্সেতে দেয়াল, ছাদ ও প্লাস্টার ধসে চারজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পের উপকেন্দ্র ফিয়ো গ্রামের বাসিন্দা প্যাট্রিট (৬০) রয়টার্সকে বলেছেন, ‘ভোর সাড়ে ৬টায় গরুর দুধ দোহনের জন্য যখন বের হয়েছি তখনই ভূমিকম্প শুরু হয়। আমি শিশু ও বড়দের ঘুম থেকে ডেকে তুলি এবং আমরা দৌঁড়ে বাইরে চলে যাই।’

প্যাট্রিটদের বাড়ির দুটি ঘরের ছাদ ধসে গেছে। ফিয়ো ও নিকটবর্তী গ্রাম ডভোরানের প্রায় ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

প্রথম ভূমিকম্পটির উৎপত্তি কোর্সে শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে।

এর সাত মিনিটি পর গ্রিস ও মাসেডোনিয়ার সীমান্তবর্তী এলাকায় ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্পের উৎপত্তি হয়।

এরপর থেকে কোর্স ও এর আশপাশে উত্তর গ্রিসের সীমান্ত এলাকাজুড়ে কম মাত্রার আরো কয়েকটি ভূমিকম্প হয়।