বাঙালিসহ ইউরোপগামী ৯২ অভিবাসী আটক
ভূমধ্যসাগর উপকূল থেকে নারী ও শিশুসহ ৯২ অভিবাসীকে বহনকারী একটি ইউরোপগামী নৌকা আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড।
মুখপাত্র আয়ুব গাসিম মঙ্গলবার বলেন, নৌযানটিতে ১১ নারী ও চার শিশুসহ ৯২ জন আফ্রিকান ও বাঙালি ছিলেন। তাদের সোমবার রাজধানী ত্রিপলির ৬০ কিলোমিটার পূর্বের শহর গারাবলির উপকূল থেকে আটক করা হয়।
আয়ুব গাসিম আরো জানান, আটক অভিবাসীদের মানবিক সাহায্য ও চিকিৎসা সেবা দিয়ে পূর্ব ত্রিপলির তাজোরা জেলার উদ্বাস্তু শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এসব জানানো হয়েছে।
২০১১ সালে গণবিক্ষোভের সময় লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর বিশৃঙ্খলায় পতিত হওয়া দেশটি ইউরোপে মানবপাচারের মূল পথে পরিণত হয়।
লিবিয়া কর্তৃপক্ষ ইউরোপের সহযোগিতায় অভিবাসীদের প্রবাহ রোধ করার জন্য কার্যক্রম জোরদার করেছে।